সৌদি আরবের রিয়াদে আগুনে পুড়ে ২ বাংলাদেশি নিহত
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ৯:৩৩ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
সৌদি আরবে আগুনে পুড়ে দুই বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতরা হলেন- ইকবাল হোসেন (৩২) ও রবিউল ইসলাম (৩৩)। তারা দুইজনই কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার রাজা চাপিতলা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার গভীররাতে সৌদি আরবের রাজধানী রিয়াদে এ ঘটনা ঘটে। নিহতরা রিয়াদের সোলাই নামক এলাকায় একটি ফোম ফ্যাক্টরির কর্মচারী ছিলেন। অগ্নিকাণ্ডের সময় তারা রুমে ঘুমাচ্ছিলেন।
তাদের মৃত্যুর সংবাদে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) মিজানুর রহমানের বরাত দিয়ে বাংলামেইল জানায়, মিজানুর রহমান স্বজনদের সঙ্গে কথা বলেছেন এবং তাদের পরিবার চাইলে লাশ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।