হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় সাক্ষ্যগ্রহণ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ৮:১২ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদদাতা ::
হবিগঞ্জে সিরিজ বোমা বিস্ফোরণ মামলায় সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। ১৭ সেপ্টেম্বর বুধবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং বিশেষ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. হাসানুল ইসলামের আদালতে ৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। এদের মধ্যে ২ জন সাক্ষীকে রাষ্ট্রপক্ষ বৈরী ঘোষণা করে। এ সময় আসামী পক্ষের আইনজীবী শফিকুর রহমান চৌধুরী তাদের জেরা করেন।
সাক্ষ্যগ্রহণকালে আসামী এএইচএম শামীম, মো. বেলাল হোসেন ওরফে তামিম, হাফেজ হুজাইফা ওরফে ওবায়দুল্লাহ্ ওরফে সুমন, আজিজুল ইসলাম, গাজী ওরফে আব্দুল আজিজ ও সালাহ উদ্দিনকে আদালতে হাজির করা হয়। জেএমবি প্রধান মাওলানা সাইদুর রহমানকে আদালতে হাজির করা হয়নি।
এর আগে তাদেরকে কড়া পুলিশ প্রহরায় আদালতে আনা হয়। ২০০৫ সালের ১৭ আগস্ট হবিগঞ্জ শহরের ৫টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এডিশনাল পিপি এডভোকেট আব্দুল আহাদ ফারুক।