কোম্পানীগঞ্জে টিউবওয়েল খননে গর্ত থেকে বের হচ্ছে গ্যাস
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ৭:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামে একটি বাড়িতে টিউবওয়েল বসাতে গিয়ে মাটির নিচ থেকে উঠে আসছে গ্যাস জাতীয় পদার্থ। অবিরত গ্যাস উদগীরণের শব্দে ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন বাড়ির ও আশপাশের লোকজন। গ্যাস উদগীরণ দেখতে ভিড় করছেন বিভিন্ন এলাকার শ’ শ’ উৎসুক জনতা।
স্থানীয় সূত্রে জানা গেছে, ১৭ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার ইছাকলস ইউনিয়নের পুটামারা গ্রামে প্রবাসী বাবুল মিয়ার বাড়িতে টিউবওয়েল বসানোর জন্য পাইপ ১২০ ফুট গভীরে প্রবেশ করালে হঠাৎ গ্যাস উদগীরণ শুরু হয়। মুহূর্তের মধ্যে গ্যাসের অত্যাধিক চাপে পাইপটি উড়ে যায়। গর্ত দিয়ে শুরু হয় গন্ধযুক্ত গ্যাস জাতীয় পদার্থ নির্গমন। গর্তের গভীর তলদেশ থেকে ভেসে আসতে থাকে বিকট শব্দ। আর তাতে আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির ও আশপাশের লোকজন। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আশপাশের কৌতুহলী লোকজন এই বাড়ীতে ভীড় করছেন। তাই দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে আগুন কিংবা দাহ্য পদার্থ নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।
ইছাকলস ইউপি চেয়ারম্যান এখলাছুর রহমান জানান, গ্যাস বের হচ্ছে শুনে ঘটনাস্থলে ছুটে যাই। বিকট শব্দে গ্যাস বের হওয়ায় আশপাশের লোকদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তিনি বলেন, গ্যাস উদগীরণের খবরে মানুষ যেমন উৎকণ্ঠিত তেমনি আনন্দিতও। কারণ, এখানে গ্যাসের কোন মজুদ রয়েছে কি-না তা অনুসন্ধানের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রোকন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিক তদন্তে গ্যাস বলেই প্রতিয়মান হয়েছে। বিষয়টি জেলা প্রশাসকের মাধ্যমে ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরকে খবর দেয়া হয়েছে।