বায়ার্ন তারকাদের কেনার সামর্থ্য নেই ম্যানইউর!
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ৫:৫৬ পূর্বাহ্ণ
স্পোর্টস ডেস্ক ::
আর্জেন্টাইন প্লেমেকার অ্যাঞ্জেল ডি মারিয়াকে রিয়াল মাদ্রিদের কাছ থেকে ৫ কোটি ৯৭ লাখ পাউন্ডে কিনেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া আর্জেন্টিনার মার্কো রোহা, ইংল্যান্ডের লুক শ, নেদারল্যান্ডসের ড্যালি ব্লাইন্ড, স্পেনের অ্যান্ডার হেরেরাসহ একঝাঁক খেলোয়াড় দলভুক্ত করেছে রেড ডেভিলরা। মোনাকো থেকে কলম্বিয়ান স্ট্রাইকার রাদামেল ফ্যালকাওকে দলবদলের শেষ মুহূর্তে ধারে নিয়েছে লুই ফন গালের দল। সব মিলিয়ে গ্রীষ্মে তাদের ব্যয় ১৫ কোটি পাউন্ড (১৭ কোটি ৫০ লাখ ইউরো)। গ্রীষ্মের দলবদলে বায়ার্ন মিউনিখের থমাস মুলার, আরিয়েন রোবেন ও বাস্তিয়ান শোয়েনস্টেইগারকে নিয়েও আগ্রহ দেখিয়েছিল ম্যানইউ। এর জবাবে বায়ার্নের স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা বলেছেন, তার দলের তারকাদের কেনার সামর্থ্য নেই ম্যানইউর। বার্সেলোনার সাবেক এ কোচ এও বলেছেন, ম্যানইউর পতন ইউরোপের অন্য ক্লাবগুলোর জন্য শিক্ষণীয় হতে পারে।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে সপ্তম হয় ম্যানইউ, ফলে এবার তারা চ্যাম্পিয়ন্স লিগে অনুপস্থিত। তাই তো এবার কোটি কোটি পাউন্ড খরচ করে দল গুছিয়েছে ম্যানচেস্টার জায়ান্টরা। এ পথে তারা হাত বাড়িয়েছিল জার্মান জায়ান্টদের তিন তারকার দিকেও, তবে সেই মিশনে ব্যর্থ লুই ফন গালের দল। তাদের এ প্রচেষ্টা ক্ষুব্ধ করে তুলেছে গার্দিওলাকে। তিনি সামগ্রিক বিষয় নিয়ে বলেন, ‘ইউনাইটেডের খুব বেশি অর্থ নেই। আমি দুঃখিত। দেখলাম তারা খুব বেশি টাকা-পয়সা খরচ করেছে। এটা আমার বন্ধু লুইসের (ফন গাল) জন্য ভালোই। এটা খেলারই অংশ। বিশ্বের সব ক্লাবই অন্য ক্লাবের খেলোয়াড় পেতে চায়। এটা কিন্তু খেলোয়াড়ের ওপর নির্ভর করে। কোনো খেলোয়াড় যদি যেতে চায়, তবে তা-ই হয়; যদি সে থাকতে হবে, তবে তা-ই হয়। আমাদের যেসব খেলোয়াড়কে ম্যানইউ চেয়েছে, তারা এখানেই (বায়ার্ন) থাকার সিদ্ধান্ত নিয়েছে, এতে আমরা অনেক খুশি।’ তিনি যোগ করেন, ‘আমার মনে হয়, তাদের (ম্যানইউ) পতন অন্য বড় ক্লাবগুলোর জন্য একটা শিক্ষা হতে পারে। তারা ভাবে, আমরা অজেয় এবং শক্তিশালী। কিন্তু তারা এখন সে অবস্থানে নেই।’ গোল ডটকম, বিবিসি