স্কটিশদের সিদ্ধান্ত নেওয়ার দিন
স্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোট আজ
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ৫:২২ পূর্বাহ্ণ
স্কটল্যান্ড যুক্তরাজ্যের মধ্যেই থাকবে নাকি ৩০৭ বছরের পুরনো ব্রিটিশ ইউনিয়ন ভেঙে বের হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হতে যাচ্ছে।
আজ ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ প্রশ্নে অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ এবং ‘না’ ভোটে অংশ গ্রহণ করবেন স্কটিসরা। বিবিসি জানিয়েছে, ব্যালটে ‘হ্যাঁ’ এবং ‘না’ এর ওপরে লেখা থাকবে, “স্কটল্যান্ডের কি স্বাধীন রাষ্ট্র হওয়া উচিত?” স্কটল্যান্ডের মোট ভোটারের ৯৭ শতাংশ, অর্থাৎ ৪২,৮৫,৩২৩ জন ভোট দেয়ার জন্য তালিকাভুক্ত হয়েছেন। এই গণভোটে ভোটার উপস্থিতির নতুন ইতিহাস সৃষ্টি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বৃহস্পতিবার স্কটল্যান্ডের স্থানীয় সময় সকাল ৭টায় ভোট গ্রহণ শুরু হয়ে রাত ১০টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। দেশটির ২৬০৮টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে।
শুক্রবার সকালে ভোটের ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। স্কটল্যান্ডের রাজধানী এডিনবার্গ থেকে গণভোটের প্রধান গণনাকারী কর্মকর্তা ম্যারি পিটক্যাথিলি জানিয়েছেন, তিনি শুক্রবার “সকালের নাস্তা করার সময়ে” ফলাফল ঘোষণা করবেন। ইলেকশন স্কটল্যান্ডের ভাষ্যমতে সময়টি শুক্রবার ভোর সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টার মধ্যে হতে পারে। ভোট গ্রহণ শেষে স্কটল্যান্ডের ৩২টি স্থানীয় প্রশাসনিক কর্তৃপক্ষের এলাকায় ভোট গণণা করা হবে।