বিনিয়োগবান্ধব পরিবেশের সুযোগ নিতে প্রধানমন্ত্রীর আহ্বান
প্রকাশিত হয়েছে : ১৮ সেপ্টেম্বর ২০১৪, ৫:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশী বিনিয়োগকারীদের তাদের ব্যবসা সম্প্রসারণে বাংলাদেশের উন্মুক্ত বাজার অর্থনীতি, বিনিয়োগবান্ধব পরিবেশ, দক্ষ জনশক্তি ও কৌশলগত ভালো অবস্থানের সুবিধা নেয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের সরকার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে এফডিআই আকর্ষণকে আরো বিনিয়োগবান্ধব ও সহজতর করতে বদ্ধপরিকর।’ খবর বাসস।
প্রধানমন্ত্রী ১৬ সেপ্টেম্বর বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বিনিয়োগ বোর্ড আয়োজিত আন্তর্জাতিক বিনিয়োগ ফোরাম-২০১৪ এর উদ্বোধন করে এ কথা বলেন।
বিনিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আমরা বিনিয়োগ আকর্ষণে কি কি সুবিধা দিচ্ছি তা আপনারা প্রত্যক্ষভাবে যাচাই করুন।’
বাংলাদেশকে একটি গতিশীল ও বিকাশমান অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অংশ নেয়ায় বিনিয়োগকারীদের অভিনন্দন জানান তিনি।