মৌসুমী শেষ করবেন ‘ভালোবাসবোই তো’
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ৩:২০ অপরাহ্ণ
নির্মাতা বেলাল আহমেদ ‘ভালোবাসবোই তো’ চলচ্চিত্রটি নির্মাণ সময়েই মারা যান। থেমে যায় তার চলচ্চিত্রের শুটিংয়ের কাজ। কিন্তু নতুন খবর হলো ২২ সেপ্টেম্বর থেকে চলচ্চিত্র অভিনেত্রী মৌসুমী বেলাল আহমেদের এই ছবিটির শুটিং শেষ করতে যাচ্ছেন। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম ছবিটি শেষ করার দায়িত্ব দিয়েছে মৌসুমীকে।
২২ সেপ্টেম্বর ঢাকার বাইরে এ ছবির দুটি গানের শুটিং করতে যাবেন মৌসমুী। এ ছবিতে মৌসুমী অভিনয় করছেন তরুণ অভিনেতা নিলয়ের সঙ্গে। অসম প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে ছবিটির গল্প।