জাতীয় বিশ্ববিদ্যালয়ের রোববারের পরীক্ষা সোমবারে
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ৩:১০ অপরাহ্ণ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২১ সেপ্টেম্বর রবিবারের ২০১৩ সালের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) পরীক্ষা পেছানো হয়েছে হয়েছে। স্থগিত পরীক্ষা একদিন পর ২২ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম মনির স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত পরীক্ষা একদিন পর ২২ সেপ্টেম্বর (সোমবার) সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।এছাড়া পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে বলে এতে জানানো হয়েছে। সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবারের ব্যাচেলর অব স্পেশাল এডুকেশন (বিএস-এড.) পরীক্ষা সংশ্লিষ্ট কেন্দ্রে যথাসময়ে অনুষ্ঠিত হবে। ওই পরীক্ষায় মাত্র তিনজন পরীক্ষার্থী যারা সবাই প্রতিবন্ধী বলে তিনি জানান।