সাঈদীর রায়ের পর সিলেটে ভাঙচুর
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ৯:৩৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায়ের পর সিলেটে ঝটিকা মিছিল থেকে পুলিশের উপর ইট-পাটকেল নিক্ষেপ ও গাড়ি ভাংচুর করেছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
হত্যা, ধর্ষণ, লুটপাট, নির্যাতন ও ধর্মান্তরে বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি সাঈদীকে মৃত্যুদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওই রায়ের বিরুদ্ধে সাঈদীর আপিল শুনানির পর বুধবার আপিল বিভাগ সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দেয়।তবে এই রায় প্রত্যাখান করে বুধবার দুপুরে ঝটিকা মিছিল বের করে তারা।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ জানান, দুপুরে নগরীর আম্বরখানার দর্শন দেউড়ী এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় তারা কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। মিছিল থেকে পুলিশেক লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও তাদেরকে ধাওয়া করে ৮ রাউন্ড ফাঁকা গুলি ও এক রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় জামায়াত-শিবির কর্মীরা পুলিশ বহনকারী একটি অটোরিকশাসহ অন্তত তিনটি অটোরিকশা ভাঙচুর করে।
এছাড়া নগরীরর মেডিকেল রোড, কোর্ট পয়েন্ট, মদিনা মার্কেট, চন্ডীপুল, পুরাতন রেল স্টেশন রোড ও সোবহানীঘাট এলাকায় একযোগে ঝটিকা মিছিল বের করে জামায়াত-শিবির।