রাজশাহীতে পুলিশকে লক্ষ্য করে জামায়াতের বোমা
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ৯:২৮ পূর্বাহ্ণ
যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালিয়েছে জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের কর্মীরা।
বুধবার সকালে আপিল বিভাগ সাঈদীর আপিলের রায় ঘোষণার পর বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতকর্মীরা একযোগে শালবাগান, বাটামোড়, ডিঙ্গাডোবা ও কাটাখালিতে মিছিল বের করে বলে রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার সরদার তমিজ উদ্দিন জানান।
তিনি বলেন, কাটাখালি পৌরসভার সামনে মিছিলে বাধা দিতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে জামায়াত-শিবিরকর্মীরা। পুলিশ কয়েক রাউন্ড কাঁদুনের গ্যাসের শেল ও শর্টগানের ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
একই সময় শালবাগানে মিছিল নিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে একটি এবং ডিঙ্গাডোবা এলাকায় দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় জামায়াত কর্মীরা।
এ সময় শালবাগান এলাকা থেকে আটজন এবং ডিঙ্গাডোবা এলাকা থেকে ছয় জনকে আটক করা হয় বলে পুলিশ কর্মকর্তা তমিজ উদ্দিন জানান।
নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বিজিবি সদস্যরা নগরীর বিভিন্ন সড়কে টহল দিচ্ছে