সাইদীর আপিল বিভাগের রায়ের প্রতিবাদে মৌলভীবাজার জামায়াতের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১৭ সেপ্টেম্বর ২০১৪, ৯:১১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আজ ১৭ সেপ্টেম্বর বুধবার দেলওয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলার রায়কে প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা জামায়াত। মিছিলটি পশ্চিম বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে হামিদিয়া পয়েন্টে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী এম শাহেদ আলীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মু. আব্দুল মান্নান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন পৌর আমীর ইয়ামীর আলী, সদর উপজেলা আমীর আলাউদ্দিন শাহ, পৌর সেক্রেটারী আহমদ ফারুক, সদর থানা সেক্রেটারী সৈয়দ তারেক আহমদ, ছাত্রশিবিরের শহর সভাপতি ফখরুল ইসলাম, সাবেক শহর সভাপতি হাফেজ তাজুল ইসলাম, জেলা সভাপতি দেলোওয়ার হোসেন, শহর সেক্রেটারী মুর্শেদ আহমদ চৌধুরী, জেলা সেক্রেটারী আব্দুল্লাহ আল মাহফুজ সুমন প্রমুখ। বক্তব্য রাখেন
নেতৃবৃন্দ বলেন, রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য দেলোয়ার সিকদারের অপকর্মের দায় আল্লামাদেলাওয়ার হোসেন সাঈদীর উপর চাপিয়ে দেয়া হয়েছে। আল্লামা সাঈদীর আইনজীবীরা আদালতে এ প্রহসনমূলক রায়ের বিরদ্ধে রিভিউ করবেন। আমরা আদালতের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা করি রিভিউ রায়ে আল্লামা সাঈদী নিঃশর্ত মুক্তি পাবেন। কিন্তু আদালত যদি কোন মহলের প্ররোচণায় আল্লামা সাঈদীর উপর অবিচার করে তাহলে দেশবাসী তা মেনে নিবে না। প্রিয় নেতার উপর জুলুমের প্রতিবাদ প্রতিরোধ করতে জামায়াত তৌহিদি জনতাকেক সাথে নিয়ে দুর্বার গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।