পূর্বদিক ডেস্ক ::
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডের রায়ের প্রতিবাদে আগামী ১৮ (বৃহস্পতিবার) ও ২১ সেপ্টেম্বর (রোববার) হরতাল ডেকেছে দলটি।
আজ বুধবার দুপুরে জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুল ইসলাম মাসুদের দেওয়া এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, আগামীকাল বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টা হরতাল চলবে। এরপর শুক্রবার দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল এবং রোববার ভোর ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত আবারও ২৪ ঘণ্টার হরতাল চলবে।