আজ আয়কর মেলা শুরু: সাফল্যের ধারা অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ৬:০৫ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
আয়কর খাতে সাফল্যের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আয়কর মেলা-২০১৪ উপলক্ষে দেয়া বাণীতে তিনি এ আহ্বান জানান। খবর বাসস।
প্রধানমন্ত্রী বলেন, ‘রাজধানী ঢাকাসহ দেশের সব জেলায় আয়কর মেলা আয়োজনের ফলে করদাতারা আয়কর প্রদানে উত্সাহিত হচ্ছেন। নাগরিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। আয়কর খাতে নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব অর্জিত হচ্ছে। আয়কর খাতে সাফল্যের এ ধারা অব্যাহত রাখতে আমি সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাই।’
অভ্যন্তরীণ সম্পদ আহরণ বৃদ্ধির লক্ষ্যে ২০১০ সাল থেকে শুরু করে প্রতি বছর সরকার আয়কর মেলার আয়োজন করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আয়কর মেলায় ওয়ানস্টপ সার্ভিস প্রদান করা হচ্ছে, যা করদাতাদের সেবাপ্রদানে এক যুগান্তকারী পদক্ষেপ। পাশাপাশি কর বিভাগের সাংগঠনিক কাঠামোর পুনর্বিন্যাস, অটোমেশন, তথ্যকেন্দ্র চালু, ই-টিআইএন রেজিস্ট্রেশনসহ আয়কর খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বিদ্যমান আয়কর আইনকে আরো সহজ করেছে। জাতীয় রাজস্ব বোর্ডের ‘ই-পেমেন্ট’ চালুর ফলে করদাতারা এখন অনলাইনে কর দিতে পারছেন।
জাতীয় রাজস্ব বোর্ড ১৬-২২ সেপ্টেম্বর ঢাকাসহ সব বিভাগীয় শহরে সাত দিনব্যাপী এবং অন্য সব জেলা শহরে চার দিনব্যাপী আয়কর মেলার আয়োজন করা হয়েছে। দেশের সম্মানিত করদাতা, কর প্রশাসন, কর বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং এ মেলা আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী আয়কর মেলা-২০১৪-এর সার্বিক সাফল্য কামনা করেন।