হিমরাত্রীর কোলে
কবিতা
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ৩:২৮ অপরাহ্ণ
সালাহ্ উদ্দিন ইবনে শিহাব
হিমরাত্রীর কোলে
তুমি ডেকেছো বলে দীঘল রাত্রী কতো ছোট আজ
মাঘিপূর্ণিমায় উছলে পড়ছে সহস্র কণ্ঠের আওয়াজ;
কুয়াশাকাতর মনগুলো আজ এ কোন আলোয় হেসে
হৃদয়ের তাপে হৃদয় গলিয়ে যাচ্ছে দুকূল ভেসে।
ঘরে না ফিরে সন্ধ্যার পাখি হিমরাত্রীর কোলে
বিছিয়ে দিয়েছে সোনালী পালক অভিমান সব ভুলে;
যাযাবর পাখিটা বুঝে গেছে আজ এই তার ঠিকানা
কেঁদে কুটে তাই কেবলি ভাসায় সাজানো শামিয়ানা।
সকল হাওর মিশেছে আজিকে বালাই হাওর বুকে
ভুখা-ফাকা সব দিন মজদুরের ফুটেছে স্বপ্ন চোখে;
বিজন বনের শুন্যতা একদা করেছিল যাদের একা
এক মোহনায় মিলিত হয়ে পেয়েছে প্রাণের দেখা।
বালাই হাওর বালাই হাওর কোন সে পুণ্যি তোমার
তোমার বুকে ভক্ত হৃদয় কেঁদেকুটে চুরমার;
একেকটা মানুষ একেকটা নদী তুমি সমুদ্র একটাই
সকল প্রাণের তৃষ্ণা মিটিয়ে যাচ্ছো সর্বদাই।