জুড়ীর ফুলতলা সীমান্তে ফেনসিডিলসহ আটক ২
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১:৩৩ অপরাহ্ণ
কুলাউড়া প্রতিনিধি ::
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা সীমান্ত থেকে মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর বিজিবির একটি টহল টিম ৬ বোতল ফেনসিডিলসহ ২ যুবককে আটক করেছে। আটককৃতদের জুড়ী থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
জুড়ী বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার হাবিবুর রহমান জানান, জুড়ী ক্যাম্পের একটি টহল টিম মঙ্গলবার ভোরে ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে ফুলতলার বিরইনতলা গ্রামের সোহরাব আলীর পুত্র রুবেল (২২) ও ফুলতলা বস্তির মাতাব মিয়ার পুত্র ইমন মিয়া (২০) কে ৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলাসহ আটককৃতদের জুড়ী থানায় সোপর্দ করা হয়েছে।