আফ্রিকায় ইবোলা প্রতিরোধে ৩ হাজার সৈন্য পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১১:০৬ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক ডেস্ক ::
পশ্চিম আফ্রিকায় মহামারি ইবোলা প্রতিরোধে তিন হাজার সৈন্য পাঠানোর ঘোষণা দিতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। একই সঙ্গে তিনি স্বাস্থ্য সেবা প্রশিক্ষণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি চালুর নির্দেশও দেবেন বলে জানা গেছে। খবর এএফপি।
হোয়াইট হাউস জানায়, ওবামা যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য প্রধানের সঙ্গে সাক্ষাত করে আটলান্টায় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সফর করে এ ঘোষণা দেবেন। ছড়িয়ে পড়া ইবোলা দমনে এটি হচ্ছে আন্তর্জাতিক প্রচেষ্টার একটি অংশ।
কর্তৃপক্ষ জানায়, ইবোলা মোকাবেলার জন্য সেনারা প্রতি সপ্তাহে গড়ে ৫০০ স্বাস্থ্য কর্মীকে প্রশিক্ষণ দেবেন। সেখানে তারা ১৭টি চিকিত্সা কেন্দ্র খুলবেন। প্রত্যেকটি কেন্দ্রে ১০০টি করে শয্যা থাকবে। এছাড়া ঘরে ঘরে স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশাবলী পৌঁছে দেবেন তারা।
পশ্চিম আফ্রিকায় ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়লে এ বিষয়ে আন্তর্জাতিক ব্যবস্থা গ্রহণ নিয়ে সমালোচনা শুরু হয়।
সম্প্রতি জেনেভায় এক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) মহাপরিচালক মার্গারেট চ্যান জানান, ১২ সেপ্টেম্বর পর্যন্ত ভাইরাসটিতে চার হাজার ৭৮৪ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুই হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে।