লক্ষ্মীপুরে স্কুলছাত্রী হত্যা মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১১:০১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
লক্ষ্মীপুরের স্কুলছাত্রী স্মৃতি রাণী নাথ সীমাকে (১২) ধর্ষণের পর হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে একলাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস পেয়েছেন ১৪ জন।
১৬ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর দুইটার দিকে লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মঞ্জুরুল বাছিদ এ রায় ঘোষণা করেন।
রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হিরণ, নুর নবী, নুর আলম, হেদায়েত উল্যা হেদু, আনোয়ার, সাদ্দাম, সুমন, সোহেল, রাশেদ ও মানিক। এদের মধ্যে রায় প্রদানের সময় প্রথম পাঁচজন আদালতে উপস্থিত থাকলেও বাকিরা পলাতক রয়েছেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১২ সালের ১৮ জুলাই রাতে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের কৃষ্ণলাল দেবনাথের বাড়িতে একদল ডাকাত ঢুকে পড়ে। এ সময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করার পর মারধর করে। পরে ঘরের একটি কক্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী সীমাকে ধর্ষণ করে বাড়ি থেকে মালামাল লুট করে নিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় সীমাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন সীমার দাদা কৃষ্ণলাল দেবনাথ বাদী হয়ে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে সদর থানায় একাটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ২০১৩ সালের ২৫মে মামলায় ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ। শুনানি শেষে নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল আজ রায় ঘোষণা করেন।
রায়ে সীমার পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করলেও নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন তারা।