সাঈদীর আপিল মামলার রায় বুধবার
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ১০:৫৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় প্রদানের জন্য কাল বুধবার কার্যতালিকায় এসেছে।
আজ মঙ্গলবার বিকেল তিনটার দিকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ তথ্য পাওয়া গেছে।
সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে দেখা যায়, সাঈদীর দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে করা আপিলের রায় ঘোষণার বিষয়টি কার্যতালিকার ১ নম্বর ক্রমিকে রয়েছে। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চে রায় ঘোষণার জন্য কার্যতালিকায় আছে।