কমলগঞ্জের পতনঊষারে স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের কর্মীসভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ৮:৩৩ পূর্বাহ্ণ
কমলগঞ্জ সংবাদদাতা ::
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়ন শাখার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর সোমবার রাত ৮ টায় পতনঊষার ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
পতনঊষার ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ আহ্বায়ক বয়তুল হক চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা মো. সাহাবউদ্দিন এর পরিচালনায় কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগ সহ-সভাপতি মো. মাসুক মিয়া। বিশেষ অতিথি ছিলেন পতনঊষার ইউনিয়ন আওয়ামীলীগ সাবেক সহ-সভাপতি ইমরান আহমেদ, বর্তমান কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আতিকুর রশিদ কামরান, আওয়ামীলীগ নেতা মনির খান কমলগঞ্জ উপজেলা যুবলীগ অর্থ সম্পাদক আসিফ নিয়াজ রনি, কমলগঞ্জ কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শাহীন আহমেদ. কমলগঞ্জ উপজেলা তরুণ লীগ নেতা সোহেল রানা চৌধুরী, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি হাবিবুর রহমান সোহেল, সাধারন সম্পাদক রমজান আলী, সহ-সভাপতি মারুফ আহমেদ বাপ্পী, রাহাত আনসারী, যুগ্ম-সম্পাদক সোহেল আহমদ, আশরাফুল হক পাপ্পু, সাংগঠনিক সম্পাদক রিপন হাসান, নজরুল ইসলাম, রাসেল আহমদ। বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবকলীগ নেতা রেজাউল আলম চৌধুরী লাভলু, সায়েদ আহমদ, পতনঊষার স্কুল ছাত্রলীগ সাধারণ সম্পাদক সাহেল চৌধুরী, স্কুল ছাত্রলীগ নেতা সুয়েব আহমদ প্রমুখ।