ওয়ারেন্টের আসামী বলে গ্রেফতার, ১৫শ টাকায় মুক্তি
শ্রীমঙ্গল পুলিশের আটক বাণিজ্যে!
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ৭:৩০ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল সংবাদদাতা ::
শ্রীমঙ্গল উপজেলায় পুলিশের বিশেষ অভিযানের নামে নিরীহ মানুষকে হয়রানি ও আটক বাণিজ্যের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগিদের অভিযোগ প্রতিনিয়ত থানা পুলিশ ওয়ারেন্ট নাম ভাঙিয়ে ভাল মানুষকে আটকিয়ে বাণিজ্য করে পুলিশ।
১৩ সেপ্টেম্বর শনিবার দিবাগত রাত ১টার দিকে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি টিম এ অভিযান পরিচালনা করে। পুলিশের এ অভিযানে ৪ জন ওয়ারেন্ট মামলা আসামী ও ২ জনকে মাদকসহ গ্রেফতার করা করা হয়। বিভিন্ন ওয়ারেন্ট মামলায় গ্রেফতারকৃতরা হলেন ভূনবীর ইউনিয়নের কদমতলা শাসন গ্রামের পারভীন বেগম (২৭) ও তার স্বামী মুক্তার মিয়া (৩৫), একই ইউনিয়নের আকতাপাড়া গ্রামের আব্দুর রশিদ (৩৫) ও হারুনুর রশিদ (৩০)।
অপর দিকে চোলাই মদসহ গ্রেফতারকৃত দুইজন হলেন রায় রবিদাস (৩৪) ও চন্দন রবিদাস (২৯)। তাদের বাসা পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকায়।
এছাড়া উপজেলার মির্জাপুর ইউনিয়নের রায়পরান গ্রামের হিরা মিয়ার ছেলে ইউনুস মিয়া (২৭) কে ওয়ারেন্টের আসামী বলে তাকে গ্রেফতার করা হয়। পরে রোববার দুপুর ১২টার দিকে ১৫শ টাকা বখরা দিয়ে স্থানীয় ইউপি সদস্যর জিম্মায় পুলিশ তাকে ছেড়ে দেয় বলে জানায় আটক ইউনুছ।
শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক একে এম জালাল উদ্দিন মুঠোফোনে গ্রেফতারের বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল ইসলাম জানান, এটা অন্যায় ও দুঃখজনক এ বিষয়ে পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।