মোনাজাতে শেষ হলো হযরত শাহজালাল (র.) এর ওরস শরীফ
প্রকাশিত হয়েছে : ১৬ সেপ্টেম্বর ২০১৪, ৬:৫৩ পূর্বাহ্ণ
সিলেট সংবাদদাতা ::
গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে ওলিকুল শিরোমণি মানব সাধক হযরত শাহজালাল (র.)-এর ৬৯৫তম বার্ষিক ওরস শরীফ ১৫ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টা থেকে শুরু হয়। এতে হাজার হাজার ভক্ত-আশেকান অংশ নেন। ভক্তদের মুখে ছিল আল্লাহু, আল্লাহু জিকির ও শাহজালাল, শাহজালাল ধ্বনি। দু‘দিনব্যাপী ওরসের আজ ১৬ সেপ্টেম্বর মঙ্গলবার ভোর রাত ৩টায় আখেরী মোনাজাত ও ফজরের নামাজের পর শিরনী বিতরণের মধ্য দিয়ে শেষ হয়েছে ওরস।
প্রতি বছর হিজরি মাসের ১৯ ও ২০ জিলক্বদ হযরত শাহজালাল (র.)-এর ওফাতবার্ষিকী উপলক্ষে মাজারে দু‘দিনব্যাপী ওরস অনুষ্ঠিত হয়। ওরস উপলক্ষে দেশ-বিদেশ থেকে ২০-৩০ সহস্রাধিক লোকের সমাগম ঘটে সিলেট নগরীতে।
ওরস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সিলেট আওয়ামী লীগের নেতারা সোমবার সকাল ১১টায় মাজারে উপস্থিত হয়ে গিলাফ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল খালিক, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এড. নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এড. শাহ মোসাহীদ আলী প্রমুখ নেতৃবৃন্দ।
প্রতিবারের ন্যায় এবারও বিপুলসংখ্যক ভক্তকুলের সমাগম ঘটে। গতকাল আসরের নামাজের পর মাজার এলাকায় ভিড় বাড়তে থাকে। মাগরিবের নামাজের পর তিল ধারণের ঠাই ছিল না মাজার এলাকায়। অনেককেই হোটেলে সিট না পেয়ে মাজার ও হোটেলের বারান্দায়, ট্রাকের উপর পলিথিন টাঙ্গিয়ে রাত কাটাতে দেখা যায়।
রাত যত বাড়ে ভক্তদের ভিড়ও বাড়তে থাকে। রাতভর জিকির-আজকার, কোরআন খতম, মিলাদ ও দোয়া চলে। ভক্তদের অনেকেই গতকাল রাতে নগরীর অদূরে খাদিম এলাকায় আরেক ওলি হযরত শাহ পরান (র.)-এর মাজার জিয়ারত করতে যান। রাতভর খাদিম রাস্তাটি ছিল অত্যন্ত ব্যস্ত।
ওরস উপলক্ষে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। ওরসের শিরনীর জন্য বিভিন্ন স্থান থেকে আসা ৬০টির বেশি গরু-ছাগল জবাই করা হয়।
দু‘দিনব্যাপী ওরসকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থান থেকে আসা লোকজনের পদচারণায় সিলেট উৎসবের নগরীতে পরিণত হয়।