জুড়ীতে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১০:৪৫ পূর্বাহ্ণ
জুড়ী সংবাদদাতা ::
জুড়ীতে ইউপি আওয়ামী লীগের সভাপতি কর্তৃক স্কুলের প্রধান শিক্ষককে শারীরিক লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টায় জুড়ী উপজেলার রাগনা বটুলী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
স্কুল ম্যানেজিং কমিটির বর্তমান সভাপতি মাশুক মিয়া জানান, রবিবার দুপুরে সাবেক স্কুল সভাপতি ও ফুলতলা ইউপি আওয়ামী লীগ সভাপতি মখদ্দছ আলী মায়া স্কুল কমিটির ২ সদস্যসহ কিছু বকেয়া স্বাক্ষর পূরণ করার জন্য সাবেক কমিটির খাতা নিয়ে স্কুলে যান। স্বাক্ষর নিয়ে তর্কবিতর্কের জেরে প্রধান শিক্ষক মোশাররফ হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করলে শিক্ষক অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান। এরই জের ধরে আজ সোমবার সকাল ১০টায় বিদ্যালয়ের শিক্ষার্থীরা আওয়ামী লীগ সভাপতি মখদ্দছ আলী মায়ার বাড়ি ঘেরাও করার চেষ্টা করলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্কুলের শিক্ষকরা তাদের নিয়ন্ত্রণ করেন। পরে শিক্ষার্থীরা স্কুলের সামনের রাস্তায় মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করে।
প্রধান শিক্ষক মোশাররফ হোসেন বর্তমানে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমান সভাপতি মাশুক মিয়া জানান, আগামী ১৭ সেপ্টেম্বর স্কুলের ম্যানেজিং কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।