আফগানিস্তানকে হারিয়ে এশিয়ান গেমসে শুভ সূচনা বাংলাদেশ ফুটবল দলের
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ১০:৩৩ পূর্বাহ্ণ
সোমবার ইনচনের মুনহাক স্টেডিয়ামে প্রথমার্ধে আফগানিস্তান বেশ চাপে রাখে বাংলাদেশকে। তবে আফগানিস্তানের আক্রমণ রুখে দিয়ে গোলমুখ অক্ষত রাখে লোডভিক ডি ক্রুইফের ছাত্ররা।
বলের নিয়ন্ত্রণে এগিয়ে ছিল আফগানিস্তান। ৬৬ শতাংশ সময়ে বল পায়ে রাখে তারা। তবে দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষের গোলমুখে একটি আক্রমণ থেকে গোল তুলে নেয় বাংলাদেশ। ৮৩তম মিনিটে আফগানিস্তানের জালে বল জড়ান অধিনায়ক মামুনুল। তার গোলটিই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।
২০১০ সালের এসএ গেমসে ঢাকার মাঠে আফগানিস্তানকে ৪-০ গোলে হারায় বাংলাদেশ। চার বছর আগে ঢাকার মাঠে পাওয়া সেই সাফল্যের ধারাবাহিকতা ইনচনেও ধরে রাখলেন মামুনুলরা।
‘বি’ গ্রুপের ম্যাচে ১৮ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২২ সেপ্টেম্বর হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এই গ্রুপ থেকে দুটি দল পাবে কোয়ার্টার-ফাইনালে খেলার টিকিট।