ফারুকী হত্যাকাণ্ডে দুটি জঙ্গি সংগঠনকে সন্দেহ করছে ডিবি
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ৯:১২ পূর্বাহ্ণ
অনলাইন ডেস্ক ::
চ্যানেল আইয়ের ইসলামী অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে দুটি উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীকে সনাক্ত করেছে গোয়েন্দা পুলিশ। আজ সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) যুগ্ম-কমিশনার মনিরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
ধর্মীয় ব্যাখ্যায় মতবিরোধের কারণে ফারুকীকে খুন করা হয়েছে দাবি করে তিনি বলেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হিসেবে দুটিকে সংগঠনকে সনাক্ত করা হয়েছে। এখন আসামি সনাক্তের কাজ চলছে।আসামি সনাক্ত হলেই সংগঠনও নির্দিষ্ট হয়ে যাবে। তবে তদন্তের সার্থে সংগঠন দুটির নাম জানাননি তিনি। মনিরুল ইসলাম বলেন, গপিবাগের সিক্স মার্ডারের সঙ্গে ফারুকী হত্যা প্রক্রিয়ার মিল রয়েছে। তাই এই দুই মামলার তদন্ত একইভাবে চলছে।