ছড়া
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ৯:১২ পূর্বাহ্ণ
সাকী সায়ন্ত
ছড়ার গ্রামার
ছড়া হবে ছন্দ
অন্তেতে মিল;
শ্রুতিতে সুমধুর
গলে যাবে দিল
সকালের সাথে হবে
অকালের দেখা;
এই মিল হলে পরে
ছড়া হবে শেখা
কল থেকে কলিয়ে
যদি পড়ে পানি;
পাখালিতে’ মিল নেই
অন্তেতে জানি।
বৃষ্টিতে বুঝলাম
মিল হলো কৃষ্টির;
ছন্দেতে তবু মার
খেলেন যুধিষ্টির
ভালবাসা যদিও
বুনা হলো ফাগুনে;
তবু দাদা পুড়লেন
ছন্দের আগুনে
[তমাল ফেরদৌসের ছড়ার প্রতিক্রিয়ায়]