আজীবন তারকা খ্যাতি চান না দীপিকা!
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ৮:০৮ পূর্বাহ্ণ
বিনোদন ডেস্ক ::
তারকা খ্যাতি কে না চায়। আর এই তারকা খ্যাতির জন্যই তো অভিনেতা অভিনেত্রীরা অক্লান্ত পরিশ্রম করে থাকেন। তবে এই তারকা খ্যাতি কি চিরস্থায়ী? অবশ্যই না কাল যারা এই খ্যাতির জোয়ারে ভেসেছেন আজ তাদের অস্তিত্ব নেই অথবা কালের বিবর্তনে হারিয়ে গেছেন। তবে অনেকে আবার এই তারকা খ্যাতি হারিয়ে পাগল প্রায়। তবে এই খ্যাতি নিয়ে দীপিকা পাডুকোনের ভাবনা কি?
দীপিকা পাড়ুকোন এখন বলিউডের পরিচালকদের প্রথম পছন্দ। ২০১৩ সালে দীপিকার ঝুলিতে এসেছে একঝাঁক হিট ছবি। ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘ইয়ে জওয়ানি হে দিওয়ানি’, ‘রেস টু’-র মতো হিট মুভিতে অভিনয় করে ক্যামেরার ফ্ল্যাশলাইটে বারবারই চলে আসে ‘ফাইন্ডিং ফ্যনি’ স্টার দীপিকা পাডুকোন।
ফিল্মি ক্যারিয়ারে নিজের পারফরমেন্স দৃঢ় করেছে তাঁর আত্মবিশ্বাসকে। নিজেকে এখন ‘সিকিয়োর’ মনে করে দীপিকা। মাঝে মাঝে নিজের কাজে নিজেই খুশি হন তিনি। সাকসেসফুল স্টার দীপিকার মতে কাজের ভাল-খারাপ দিক নিয়ে আলোচনা হলে ক্যারিয়ারে আরও উন্নতমানের প্ল্যাটফর্ম পাওয়ার সুযোগ আসে।
সাফল্যের এই চূড়ান্ত পর্যায়ে এসে জানান, কোনোদিন তার মাহাত্য কমবে না সে ব্যাপারে নিশ্চিত ‘চেন্নাই এক্সপ্রেস’ নায়িকা দীপিকা পাডুকোন। নিজের কাজের প্রতি বিশ্বাস আছে তার। একইসঙ্গে তিনি বলেন কেও যদি ভাবেন লাইফটাইম একজন গ্ল্যামারাস স্টার হিসাবে নিজের প্রতিপত্তি বজায় রাখব সেটা তার ভ্রান্ত ধারণা হবে। কারণ দীপিকার মতে সেটা বাস্তবে কখনই সম্ভব নয়।