মির্জা ফখরুলসহ ৪ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ৭:৪৭ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজধানীর কদমতলী থানায় দায়ের করা গাড়ি ভাংচুর ও পুলিশের কাজে বাধা দেয়া সংক্রান্ত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ১৪ সেপ্টেম্বর রোববার ওই মামলার চার্জশিট আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইউনূস খান। অপর দুই আসামি হলেন মোহাম্মদ আলী ও নাসির।
গত ১৬ জানুয়ারি মামলাটিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিএনপিদলীয় সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদসহ ৬১ জনের বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে চার্জশিট দাখিল করেন কদমতলী থানা পুলিশের এসআই জাহিদ খান। রোববার মামলাটির চার্জশিট আমলে গ্রহণের জন্য দিন ধার্য ছিল। সালাহউদ্দিন আহমেদ এমপিসহ ৫৮ আসামি আদালতে উপস্থিত থাকলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ওই তিন আসামি অনুপস্থিত ছিলেন।২০১২ সালের ৯ ডিসেম্বর অবরোধ কর্মসূচিতে রাজধানীর পোস্তগোলার ঈগলবক্স ফ্যাক্টরির সামনে আসামিরা টায়ার জ্বালিয়ে রাস্তায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে গাড়িতে আগুন দেন এবং পুলিশের ওপর চড়াও হন। একপর্যায়ে তারা একটি তেলবাহী গাড়িতে আগুন ধরিয়ে দেন।
১৪ সেপ্টেম্বর রোববার এক বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ অবৈধ সরকারের দীর্ঘকাল ক্ষমতায় থাকার স্বপ্ন পূরণ হবে না বলে । দেশে আইনের শাসন না থাকায় কারও জীবনে নিরাপত্তা নেই।