পালিত হচ্ছে জাতীয় আয়কর দিবস ২০১৪
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ৭:৩১ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
‘আয়করে প্রবৃদ্ধি, দেশ ও জাতির সমৃদ্ধি’ স্লোগান সামনে রেখে আজ সোমবার সারা দেশে পালিত হচ্ছে ‘জাতীয় আয়কর দিবস-২০১৪’। ১৫ সেপ্টেম্বর সকাল পৌনে নয়টায় জাতীয় রাজস্ব বোর্ড মাঠে আয়কর দিবস উদ্বোধন করেন জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান মো. গোলাম হোসেন।
উদ্বোধন শেষে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। র্যালীটি জাতীয় রাজস্ব বোর্ড’র সামনে থেকে মৎস ভবন, সুপ্রিম কোর্ট, জাতীয় প্রেসক্লাব, পুরানা পল্টন হয়ে আবার জাতীয় রাজস্ব বোর্ড’র সামনে এসে শেষ হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন ক্রিকেটার সাকিব আল হাসান, জাবেদ ওমর বেলিম, অভিনেতা ও পরিচালক এম এ জলিল অনন্ত, ফেরদৌস, শিল্পী মমতাজ, কুমার বিশ্বজিৎ, রফিকুল ইসলাম, আবিদা সুলতানা, এসডি রুবেল, শুভ্রদেব, নৃত্যশিল্পী শামীম আরা নীপা, কথা সাহিত্যিক আনিসুল হক।
দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে— সেরা করদাতাদের সম্মাননা ও ট্যাক্স কার্ড প্রদান এবং আলোচনা সভা। এদিন ২০১২-১৩ ও ২০১৩-১৪ করবর্ষে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ ও দীর্ঘমেয়াদে কর প্রদানকারী করদাতাদের হাতে এ সম্মাননা তুলে দেয়া হবে। এবার সারা দেশে ব্যক্তি ও কোম্পানি পর্যায়ে এবং রাজধানীসহ সব বিভাগীয় ও জেলা শহরের সেরা ৩৬২ করদাতাকে ট্যাক্স কার্ড ও সম্মাননা প্রদান করা হবে।