মগবাজারে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে কালা বাবু নিহত
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ৭:০৮ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
রাজধানীর মগবাজারে আলোচিত তিন খুনের মামলার প্রধান আসামি শাহ আলম খন্দকার ওরফে কালা বাবু মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। ১৫ সেপ্টেম্বর সোমবার ভোর চারটার দিকে মগবাজারের ওয়্যারলেসগেট রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান দাবি, ঘটনাস্থল থেকে কালা বাবুর দুই সহযোগীকে গ্রেফতার করেছে ডিবি। এ ছাড়া তাদের কাছ থেকে তিনটি গুলিভর্তি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পুলিশের দুই সদস্যও আহত হয়েছেন।
মাসুদুর রহমানের ভাষ্য, গোপন সংবাদের ভিত্তিতে ভোর চারটার দিকে ডিবির একটি দল ওয়্যারলেসগেট রেলক্রসিং এলাকার কাছে অভিযান চালায়। এ সময় অস্ত্রধারী সন্ত্রাসীরা ডিবির সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশও পাল্টা গুলি করলে এক যুবক গুলিতে আহত হন। ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক ওই যুবককে মৃত ঘোষণা করেন। পরে ঘটনাস্থল থেকে গ্রেফতার দুই যুবক জানান, নিহত যুবকের নাম শাহ আলম খন্দকার ওরফে কালাবাবু।
গত ২৮ অগাস্ট রাত সোয়া ৮টার দিকে মগবাজারের নয়াটোলা এলাকার সোনালীবাগের বাড়িতে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন বৃষ্টি আক্তার ওরফে রানু (৩০), মুন্না (২২) ও বিল্লাল হোসেন (২০)।
রেলের জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে বলে নিহতের স্বজনরা দাবি করে আসছে এবং কালা বাবুকে প্রধান আসামি করে বৃষ্টির ভাই মগবাজার রেলওয়ে ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম ওরফে কালা চাঁদ রমনা থানায় একটি হত্যা মামলা করেন।