হবিগঞ্জ শহরে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়ায় টমটম গ্যারেজ মালিককে ১ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ৬:৪২ পূর্বাহ্ণ
হবিগঞ্জ শহরের দক্ষিণ মোহনপুর বাইপাস সড়ক এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগ নেয়ায় টমটম গ্যারেজের মালিক আব্দুল মন্নান (৪৫) নামে এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে। দণ্ডিত ব্যক্তি শহরের দক্ষিণ মোহনপুর এলাকার ছুরত আলীর আলীর পুত্র।
জানা যায়, ১৪ সেপ্টেম্বর রবিবার রাত ১০ টায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের নেতৃত্বে দক্ষিণ মোহনপুর বাইপাস সড়ক এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ দণ্ডাদেশ দেয়া হয়। এ সময় গ্যারেজের ব্যবহৃত ৭টি টমটমের চার্জার জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে সদর মডেল থানার এস আই ইকবাল বাহারের নেতৃত্বে একদল পুলিশ। রাতেই দণ্ডপ্রাপ্ত আব্দুল হান্নানকে সদর থানার পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে।
উল্লেখ্য, শহরে দীর্ঘদিন ধরে বেশ কিছু টমটম গ্যারেজেই নেয়া হয়েছে বিদ্যুতের অবৈধ সংযোগ। যে কারণে প্রতিনিয়ত শহরে দেখা দিয়েছে বিদ্যুতের ঘাটতি।