মাধবপুরে ২জনের লাশ উদ্ধার
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ৬:৩১ পূর্বাহ্ণ
হবিগঞ্জ সংবাদাতা ::
মাধবপুর পৌর শহরের শ্মশানঘাট ও রঘুনন্দন পাহাড় থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার এই লাশগুলো উদ্ধার করা হয়। লাশ দুটি ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে নয়াপাড়া এলাকার কয়েকজন কাঠুরিয়া রঘুনন্দন পাহাড়ে কাঠ আনতে যায়। পাহাড়ের আকিকিমুড়ায় কাঠ কাটার সময় গাছের সঙ্গে একটি লাশ ঝুলতে দেখে কাঠুরিয়ারা। পরে তারা স্থানীয় ইউপি চেয়ারম্যান সৈয়দ মো. আলমগীরকে বিষয়টি অবহিত করেন। পরে ইউপি চেয়ারম্যান সৈয়দ মো. আলমগীর পুলিশকে খবর দিলে পাহাড়ে গিয়ে থানার এসআই হুমায়ুন কবির লাশটি উদ্ধার করে। লাশটি উপজেলার ব্যাঙ্গাডুবা গ্রামের মৃত রহমত আলীর ছেলে আয়াত আলীর। নিহত আয়াতের পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত মঙ্গলবার সকালে আয়াত আলী বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি।
অপরদিকে পৌর এলাকার কাটিয়ারা শ্মশানঘাট সংলগ্ন পুকুর থেকে হিমাংশু রঞ্জন চক্রবর্তী (৫২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জেঠাগ্রাম গ্রামের মৃত হেমলাল চক্রবর্তীর ছেলে। খবর পেয়ে ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে থানার এসআই শামস্-ই-তাব্রীজ শ্মশানঘাট এলাকায় গিয়ে একটি ডুবা থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করেন। মাধবপুর থানার ওসি (তদন্ত) কেএম আজমিরুজ্জামান জানান, এই ঘটনায় পৃথক দুটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।