শ্রীমঙ্গলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ ব্যক্তির কারাদণ্ড, ৫ লক্ষ টাকা জরিমানা
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ৫:৩১ পূর্বাহ্ণ
শ্রীমঙ্গল সংবাদাতা ::
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৩ ব্যক্তিকে কারাদণ্ড ৫ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ১৪ সেপ্টেম্বর রোববার রাত ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এর অফিসে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট (এডিএম) ফারুক আহমদ, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এবং খান আসানুজ্জামান সমন্বয়ে গঠিত ভ্রাম্যমাণ আদালত এসব আদেশ দেন।
এর আগে, উপজেলার বিভিন্ন বালুুমহাল এলাকা থেকে তাদের আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- মোল্লা কবির আহমদ (৪৫), টেনু মিয়া (৪২) ও মকসুদ মিয়া (৪৮)। তারা শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারুক আহমদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁওবাজার, লছনা, মুড়াইছড়া, আমরাইল,বাড়াউড়াছড়া, বালুমহাল এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের পাঁচ লাখ টাকা জরিমানা, অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং ৬লক্ষ টাকার অবৈধ বালু আটক করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া ও ট্রাক ও মটরযান অধ্যাদেশে বলে ৬ জনের বিরুদ্ধে ৪৪০০ টাকা নগদ অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।