সব ধরনের প্রস্তুতি সম্পন্ন
আজ থেকে হযরত শাহজালাল (র.) ৬৯৫তম ওরস শুরু
প্রকাশিত হয়েছে : ১৫ সেপ্টেম্বর ২০১৪, ৫:১২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
আজ ১৫ সেপ্টেম্বর সোমবার থেকে হযরত শাহজালাল (রহ.) ’র ৬৯৫তম বার্ষিক ওরস শুরু হচ্ছে। মাজারে গিলাফ ছড়ানোর মাধ্যমে ওরসের আনুষ্ঠানিক কার্যক্রম আরম্ভ হবে। প্রতি বছর আরবী মাসের ১৯ ও ২০ জিলক্বদ হযরত শাহজালাল (র.) মাজারে দু’দিনব্যাপী এই ওরস অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে ওরস পালনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ। ওরসকে সামনে রেখে কয়েকদিন আগ থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হযরত শাহজালাল’র ভক্ত-আশেকানরা সিলেটে আসতে শুরু করেছেন। পরিবার পরিজন নিয়ে আগত এসব ভক্ত-আশেকানদের স্বাগত জানিয়ে নগরীর বিভিন্ন মোড়ে তোরণ ও ফেস্টুন তৈরি করা হয়েছে।
ওরস উপলক্ষে সিলেটের সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ। মাজারের নিরাপত্তায় সাত শতাধিক পুলিশ দুই ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবে। পাশাপাশি মাজার কর্তৃপক্ষের আড়াই হাজার নিরাপত্তা কর্মীও নিয়োজিত রয়েছে নিরাপত্তা কাজে। মাজার পরিচালনা কর্তৃপক্ষ জানান, ওরস পালনের কর্মসূচির মধ্যে গতকাল রোববার বাদ মাগরিব থেকে পশু জবাই শুরু হয়েছে। তবে আজ সোমবার সকাল সাড়ে আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাজারে গিলাফ ছড়ানো হবে। রাতে কুরআন, ওযিফা, মিলাদ মাহফিল ও জিকির আজকার চলবে। রাত দুটায় ভক্তিমূলক গজল, রাত তিনটায় আখেরি মোনাজাত শেষে আগামীকাল মঙ্গলবার ভোরে শিরনি বিতরণ করা হবে।
মাজারের মোতওয়াল্লী শরেকওম ফতেহ উল্লাহ আল-আমান জানান, ওরস শান্তিপূর্ণভাবে পালনের জন্য মাজার কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাজার কমিটির পক্ষ থেকে ১৬টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকেও আলাদাভাবে আরো ৫/৬টি সিসি ক্যামেরা বসানো হবে। ওরসের যাবতীয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আড়াই হাজার নিরাপত্তা কর্মী কাজ করছেন। যার তত্ত্বাবধানে রয়েছেন মাজার কর্তৃপক্ষ। সেই সাথে তাৎক্ষণিক চিকিৎসা সেবার জন্য একটি মেডিকেল টিম রয়েছেন মাজার এলাকায় । পাশাপাশি দমকল বাহিনী, বিদ্যুৎ বিভাগের দু’টি টিম সার্বক্ষণিক মাজার এলাকায় উপস্থিত থাকবে। মাজারের ওরস নিয়ন্ত্রণ কক্ষ থেকে সবকিছু পরিচালিত হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ওরস উপলক্ষে মাজার এলাকার নিরাপত্তা সংক্রান্ত এক বৈঠক গত ৮ সেপ্টেম্বর সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে পুলিশ প্রশাসন ছাড়াও স্থানীয় প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও মাজার কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় মাজার এলাকার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা ও বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে, ওরসকে সামনে রেখে দেশ-বিদেশ থেকে ভক্ত-আশেকানরা এখনো সিলেটে আসছেন। নগরীর বিভিন্ন আবাসিক হোটেলগুলোতে ভিড় করছেন তারা। এছাড়া ওরসে আগতদের স্বাগত জানাতে সিলেটের বিভিন্ন মোড়ে তোরণ তৈরি করা হয়েছে। বিভিন্ন পর্যটন এলাকায়ও নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। এবারের ওরসে প্রায় ৮০টির মতো গরু উঠেছে বলে মাজার কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিকে, ওরস শেষে হযরত শাহজালাল (রহ.) এর ভক্ত অনুরাগীরা যাতে পর্যটন নগরী সিলেটের বিভিন্ন স্থান নিরাপদে ভ্রমণ করতে পারেন, এজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ জানান, মাজারের নিরাপত্তায় সাত শতাধিক পুলিশ দুই ভাগে বিভক্ত হয়ে দায়িত্ব পালন করবেন।