সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের সেবাদান নিশ্চিতের আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ৩:০৩ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক ::
সমাজের সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের সেবাদান নিশ্চিত করার উদ্যোগ গ্রহণের জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলী। তিনি বলেন, প্রতিবন্ধীদের নিয়ে শুধু সরকারি রুটিনমাফিক কাজ করলেই চলবে না, নিজ নিজ এলাকা থেকেও প্রান্তিক সুবিধাবঞ্চিত প্রতিবন্ধীদের খুঁজে বের করে তাদের সেবা দান নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করতে হবে। খবর বাসস। মন্ত্রী রোববার রাজধানীর আগারগাঁওয়ে সমাজসেবা অধিদফতরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডশনের উদ্যোগে আয়োজিত ‘প্রতিবন্ধীদের জন্য আইন, নীতিমালা, সামাজিক এবং অর্থনৈতিক মুক্তি ব্যবস্থাপনা’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধন করে এ কথা বলেন।
দেশের বিভিন্ন জেলা থেকে আগত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবন্ধীরা এ সমাজেরই অংশ। তাদের প্রতি সকলের মনোযোগ দিতে হবে। প্রতিবন্ধীদের অবজ্ঞা করা কোন মানবিক কাজ নয়। প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে বর্তমান সরকারের সাফল্য তুলে ধরে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল অটিজম নিয়ে যেভাবে কাজ করে চলেছেন তা এখন শুধু আর দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়- বিশ্বেও এর প্রভাব পড়েছে।
সমাজকল্যাণমন্ত্রী প্রতিবন্ধীদের সেবাদানের কথা উল্লেখ করে বলেন, প্রতিবন্ধীদের কোনভাবেই অবহেলার দৃষ্টিতে দেখা যাবে না। তাদের প্রতি পরিবারসহ সমাজের বিশেষ দৃষ্টি দিতে হবে। এ সময় তিনি প্রতিবন্ধী জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় এগিয়ে নিয়ে যেতে সকলকে একযোগে কাজ করার আহবান জানান।
সমাজসেবা অধিদফতরের সচিব বেগম নাছিমা বেগম এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট প্রমোদ মানকিন, সমাজসেবা অধিদফতরের মহাপরিচালক মো. সাইদুর রহমান, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নুরুল কবির প্রমুখ।