ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে ১৪ জনের মৃত্যু, নিখোঁজ ১২
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ২:৫৩ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে খারাপ আবহাওয়ার কারণে বড় একটি ঢেউয়ের সঙ্গে ধাক্কা লেগে একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন কমপক্ষে ১২ জন। রোববার সুলা দ্বীপের উপকূলে নৌকাডুবির এ ঘটনা ঘটে। খবর এএফপি।
জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরুও নগরোহো জানান, কাঠের দীর্ঘ নৌকাটিতে ৩৫ যাত্রী ছিল। সুলা দ্বীপের উপকূলে খারাপ আবহাওয়ার কারণে বড় একটি ঢেউয়ের সঙ্গে ধাক্কা লেগে এটি ডুবে যায়। এতে ৩৫ যাত্রীর মধ্যে নয় জন জীবিত রয়েছেন, ১৪ জন মারা গেছেন এবং নিখোঁজ রয়েছেন ১২ জন।
প্রাদেশিক দুর্যোগ কর্মকর্তা হাসান আহমেদ জানান, নৌকার সকল যাত্রী ইন্দোনেশিয়ার নাগরিক। তিনি বলেন, ‘তারা এক গ্রাম থেকে আরেক গ্রামে যাচ্ছিলেন। পথে তাদের নৌকাটি খারাপ আবহাওয়ায় কবলে পড়ে ডুবে যায়।’
পুলিশ ও সেনা কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত উদ্ধারকারী দলের সদস্যরা নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে।