২য় বিশ্ব বাঘ স্টকটেকিং সম্মেলনে প্রধানমন্ত্রী
বাঘ ছাড়া সুন্দরবনের অস্তিত্ব বিলীন হয়ে যাবে
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ২:৪৭ অপরাহ্ণ
সুন্দরবন রক্ষায় অংশ নিয়ে বাঘ ও প্রকৃতি বাঁচাতে এগিয়ে আসার জন্য বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রয়েল বেঙ্গল টাইগার আমাদের জাতীয় পশু এবং সুন্দরবন রক্ষায় এ পশু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বাঘ ছাড়া সুন্দরবনের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।
রবিবার হোটেল সোনারগাঁওয়ে বাঘ অধ্যুষিত দেশসমূহ ও গ্লোবাল টাইগার ইনিশিয়েটিভ পার্টনারস’র ২য় বিশ্ব বাঘ স্টকটেকিং সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
বাংলাদেশসহ বাঘ অধ্যুষিত দেশসমূহকে বাঘ সংরক্ষণে তাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত বাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ লক্ষ্যে তার সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেবে।
বাংলাদেশ বিশ্ব বাঘ সংরক্ষণ পরিকল্পনার তিন বছর পাড়ি দিয়েছে উল্লেখ প্রধানমন্ত্রী বলেন, ‘আমি বিশ্বাস করি এখন আমরা বাঘ রক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্যের গুরুত্বপূর্ণ পর্যায়ে পৌঁছেছি। প্রধানমন্ত্রী সুন্দরবন রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, বাঘ রক্ষা করে সুন্দরবনকে, আর সুন্দরবন রক্ষা করে বাংলাদেশকে।