দুর্ঘটনা থেকে রক্ষা পেল মালয়শীয় বিমান
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ২:৩৭ অপরাহ্ণ
মালয়েশীয় এয়ারলাইন্সের একটি ফ্লাইট অটো-পাইলট সিস্টেমে সমস্যা দেখা দেয়ায় সেটি ফিরে যেতে বাধ্য হয়েছে। রবিবার ভোরের দিকে এই ঘটনা ঘটে। খবর: এএফপির।
এমএইচ১৯৮’র ফাইটটি শনিবার রাতে কুয়ালালামপুর থেকে ভারতের হায়দ্রাবাদে উদ্দেশ্যে ছেড়ে আসে। কিন্তু বোয়িং ৭৭৭-৮০০ বিমানটি অটো-পাইলট সমস্যার কারণে ফিরে যায়। য়ারলাইন্সের বিবৃতিতে বলা হয়, এই ক্রুটির কারণে বিমানে থাকা যাত্রীদের কোনো ক্ষতি হয়নি। নিরাপত্তাজনিত বিবেচনায় বিমানের ক্যাপ্টেন ফিরে আসার সিদ্ধান্ত নেন। ন্য বিমানে করে রবিবার এই ফাইটি পুনরায় যাত্রা করে।
চলতি বছর মালয়েশীয় এয়ারলাইন্সের দুইটি বিমান দুর্ঘটনার কারণে সংস্থাটি আলোচনায় এসেছে। গত ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে নিখোঁজ হয় এমএইচ৩৭০ ফ্লাইটটি। বিমানটি ভারত মহাসাগরে বিধ্বস্ত হয়েছে এমন ধারণা করা হলেও সেখানো কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি।
অন্যদিকে গত ১৭ জুলাই ২৮৯ জন যাত্রী নিয়ে এমএই১৭ ফ্লাইটটি পূর্ব ইউক্রেন সীমান্তে বিধ্বস্ত হয়। মনে করা হচ্ছে বিমানটি ক্ষেপনাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হয়েছে।