ব্রিটিশ সাহায্যকর্মীর শিরশ্ছেদ করেছে আইএস জঙ্গিরা
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ২:৩১ অপরাহ্ণ
ইসলামিক স্টেট জঙ্গিরা একটি ভিডিও চিত্র প্রকাশ করেছে যেখানে দেখা যাচ্ছে তারা ডেভিড হাইনেজ নামের একজন ব্রিটিশ সাহায্য কর্মীর শিরশ্ছেদ করে। এ ব্রিটিশ কর্মীকে গতবছরের মার্চে সিরিয়া থেকে অপহরণ করা হয়েছিল। টিশ সরকার বলছে, তারা ওই ভিডিওটির সত্যতা যাচাই করে দেখছে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। নিবার রাতে ওই ভিডিওটি প্রকাশ করা হয়। টিশ নাগরিক ডেভিড হাইনেজ ফরাসি সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কোঅপারেশন অ্যান্ড ডেভলেপমেন্টে (এসিটিইডি) কর্মরত ছিলেন। ৪৪ বছর বয়সী হাইনেজের দুই ছেলে-মেয়ে রয়েছে। এর আগে যুক্তরাষ্ট্রের দুই নাগরিকের শিরশ্ছেদ করে ইসলামিক স্টেট। ইরাকে তাদের ওপর হামলার জবাবে ওই দুই মার্কিনিকে হত্যা করা হয় বলে আইএসের ভিডিওতে বলা হয়। নিবার প্রকাশিত ভিডিওতে আইএসের হাতে ‘বন্দী’ আরেক ব্রিটিশ নাগরিককে হত্যার হুমকি দেয়া হয়েছে।
‘আমেরিকার দোসরদের প্রতি বার্তা’ শিরোনামের ওই ভিডিওর শুরুতে দেখা যায়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ইসলামিক স্টেটকে দমনে ইরাক সরকার ও তাদের মিত্র কুর্দি পেশমারজা বাহিনীর সঙ্গে কথা বলছেন।
ভিডিওতে দেখা যায়, কমলা গাউন পরা হাইনজ হাঁটু গেড়ে বসে আছেন। তার পাশে দাঁড়ানো কালো পোশাকের এক মুখোশধারীকে বলতে শোনা যায়, ক্যামেরন, ইসলামিক স্টেটের বিরুদ্ধে পেশমারজাকে অস্ত্র দেয়ার তোমার প্রতিশ্রুতির মূল্য দিতে হবে এই ব্রিটিশকে। এরপর নতজানু হয়ে থাকা ব্যক্তির শিরশ্ছেদের চিত্র দেখা যায়। ভিডিওটির শেষদিকে আরেক বন্দীকে দেখানো হয় এবং মুখোশধারীকে বলতে শোনা যায়, ক্যামেরন ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে সমর্থন অব্যাহত রাখলে তাকেও হত্যা করা হবে।