সমর্থক এমপিদের নিয়ে এরশাদ-রওশনের আলাদা বৈঠক
প্রকাশিত হয়েছে : ১৪ সেপ্টেম্বর ২০১৪, ১:৩২ অপরাহ্ণ
সমর্থক এমপিদের নিয়ে ১৪ সেপ্টেম্বর রোববার একই সময়ে আলাদা বৈঠক করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ ও সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
বিকেলে সংসদ ভবনে দলের ২৫ জন এমপিকে নিয়ে সংসদীয় দলের সভায় বসেন রওশন এরশাদ। একই সময়ে সংসদে নিজ কার্যালয়ে দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদসহ ৯ জন এমপিকে নিয়ে বৈঠকে বসেন এইচএম এরশাদ।
সংসদীয় দলের সভা শেষে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টির অভ্যন্তরে কোনো বিরোধ নেই। রওশন ও এরশাদের নেতৃত্বে দল চলছে।
তিনি জানান, সংসদীয় দলের সভায় সংবিধানের ষোড়শ সংশোধনী, মন্ত্রিসভা থেকে পদত্যাগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
মুজিবুল হক চুন্নু বলেন, ‘ষোড়শ সংশোধনী বিল পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। এ বিষয়ে আমরা পরে সিদ্ধান্ত নেব। আর দলের পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জাপা মন্ত্রিসভায় থাকছে।’
তবে বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা ও বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম উপস্থিত ছিলেন না।
রাঙ্গা ও তাজুলকে জাপার প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতির বিষয়ে সভায় কী আলোচনা হয়েছে জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, ‘দলীয় চেয়ারম্যান হিসেবে এইচএম এরশাদের অব্যাহতি দেওয়ার ক্ষমতা আছে। বিরোধীদলীয় নেতার কাছে আমরা আবেদন করেছি তিনি যেন চেয়ারম্যানের কাছে অনুরোধ করেন ভুল-ত্রুটি ক্ষমা করে যেন তাদের দলে ফিরিয়ে আনা হয়।’
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে গত বুধবার রাঙ্গা ও তাজুলকে জাপার প্রেসিডিয়াম পদ থেকে অব্যাহতি দেয়া হয়।