কুলাউড়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ১০:৪৪ পূর্বাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
কুলাউড়ায় নর্তন গ্রামে পানিতে ডুবে লীলা বেগম (৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ১৩ সেপ্টেম্বর শনিবার দুপুরে । স্কুল ছাত্রীর মৃত্যুর খবরে বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রাউৎগাও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জলিল জামাল জানান, কুলাউড়া উপজেলার নর্তন গ্রামের আব্দুস শহীদ বাচ্চুর মেয়ে স্থানীয় নর্তন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেনীর ছাত্রী লীলা বেগম (৬) দুপুর ১২ টায় স্কুল থেকে ক্লাস শেষে বাড়িতে ফেরার পর বাড়ির পাশের পুকুরে পা ধৌত করতে গিয়ে অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।