কুলাউড়ায় তালামীযের এস এস সি, দাখিল, এইচ এস সি, আলিম উত্তীর্ণদের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ৭:৪০ পূর্বাহ্ণ
কুলাউরা প্রতিনিধি ::
কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়ন তালামীযের উদ্যোগে ১২ সেপ্টেম্বর শুক্রবার বিকালে এস এস সি, দাখিল, এইচ এস সি, আলিম উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে ইউনিয়ন তালামীযের সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে ও সাবেক সভাপতি ফখরুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় পরিষদের সাবেক প্রশিক্ষণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী মাও.ফজলুল হক খান সাহেদ, সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জিয়াউল ইসলাম মুহিত, মৌলভীবাজার জেলা সাংগঠনিক সম্পাদক খন্দকার অজিউর রহমান, আল ইসলাহ কাদিপুর ইউপি সভাপতি মাও. রফিকুর রহমান,কুলাউড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ নাজমুল ইসলাম, তালামীযের উপজেলা সভাপতি এহসানুল মাহমুদ নাজিম,সাধারণ সম্পাদক বদরুল আমীন, কাদিপুর ইউপির সাবেক সভাপতি এইচ এম শওকতুল ইসলাম,উপজেলা প্রশিক্ষণ সম্পাদক হাফিজ রিমন আহমদ, ভাটেরা ইউপির সভাপতি আব্দুল আজিজ জায়েদ প্রমুখ।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা ১২০ জন কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন।