জুড়ীতে বিদ্যালয়ের শিশুদের মৌসুমী প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৩ সেপ্টেম্বর ২০১৪, ৬:০৫ পূর্বাহ্ণ
জুড়ী প্রতিনিধি ::
মৌলভীবাজারের জুড়ীতে বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে ৮ সেপ্টেম্বর সোমবার উপজেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের শিশুদের মৌসুমী প্রতিযোগিতা।
৮ সেপ্টেম্বর সকালে উপজেলা অডিটোরিয়ামে জ্ঞান জিজ্ঞাসা, উপস্থিত বিতর্ক, সমবেত দেশাত্ববোধক জারিগান ও দলীয় নৃত্য (আঞ্চলিক) এই ৪টি বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে সনদ পত্র করেন জুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কুলেশ চন্দ্র চন্দ মন্টু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার রাজন কুমার সাহা, এমইউ শিক্ষা সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাংবাদিক সাইফুল ইসলাম সুমন, মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আকলিমা বেগম, শাহপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুলমোহন দাস, নয়াবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধন চন্দ সুত্রধর প্রমুখ।
বিজয়ীরা জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।