১৪ ও ১৫ সেপ্টেম্বর মৌলভীবাজারে বয়সভিত্তিক ক্রিকেট খেলোয়াড় বাছাই
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১:১২ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় মৌলভীবাজার স্টেডিয়ামে আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর (রবি ও সোমবার) অনুষ্ঠিত হবে জেলা পর্যায়ের বয়সভিত্তিক খেলোয়াড় বাছাই।
মৌলভীবাজার স্টেডিয়ামে রোববার সকাল ১০টায় সদর উপজেলার অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড়দের রিপোর্ট করতে অনুরোধ জানিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।
এছাড়া সোমবার সকাল ১০টায় জেলার বাকি ৬টি উপজেলা বড়লেখা, জুড়ী, কুলাউড়া, রাজনগর, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের অনুর্ধ্ব ১৪, ১৬ ও ১৮ ক্রিকেট খেলোয়াড়দের রিপোর্ট করতে অনুরোধ করা হয়েছে। প্রতিটি গ্রুপে ৩৫ জন করে খেলোয়াড় বাছাই করা হবে।