মৌলভীবাজারে জেলা পর্যায়ে শিশুদের মৌসুমী প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১২ সেপ্টেম্বর ২০১৪, ১২:৫৯ অপরাহ্ণ
পূর্বদিক ডেস্ক ::
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত এবং বাংলাদেশ শিশু একাডেমী পরিচালিত শিশু মৌসুমী প্রতিযোগিতা ১২সেপ্টেম্বর শুক্রবার দিনব্যাপী সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। জেলার ৭টি উপজেলা থেকে প্রায় ১৫০ শিশু দেশাত্বরোধ জারীগান, দলীয় নৃত্য, দলীয় বিতর্ক প্রতিযোগিতা জ্ঞানজিজ্ঞাসা ৫টি বিষয়ে অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক মো. কামরুল হাসান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. জসীম উদ্দীন মাসুদ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লেখক ও গবেষক মাহফুজুর রহমান, সাপ্তাহিক পাতাকুঁড়ি দেশ পত্রিকার সম্পাদক নুরুল ইসলাম প্রমুখ। বিকেলে প্রতিযোগিতা শেষে অতিথিরা শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।