রাজনগরের কাউয়াদীঘি হাওরে মাছের পোনা অবমুক্ত
প্রকাশিত হয়েছে : ১০ সেপ্টেম্বর ২০১৪, ১০:১০ পূর্বাহ্ণ
রাজনগর প্রতিনিধি ::
রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরে সাড়ে ৬শ কেজিরও বেশি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। ১০ সেপ্টেম্বর বুধবার দুপুরে উপজেলার রাজনগর-বালাগঞ্জ সড়কের আখালীয়া নদীতে রুই, মৃগেল ও কাতলা মাছের পোনা অবমুক্ত করা হয়।
এ সময় জেলা মৎস্য কর্মকর্তা শফিক উজ্জামান, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার মো. মুজিবুর রহমান, জেলা মৎস্য অফিসের সহকারী পরিচালক নৃপেন্দ্র চন্দ্র দাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুর রহমান সিদ্দিকী, মাননীয় সমাজকল্যাণ মন্ত্রীর প্রতিনিধি আব্দুল হাকিম প্রমুখ।