অনলাইন পূর্বদিকের উদ্বোধন
আজকের সংবাদপত্র আগামী দিনের ইতিহাস -মাওলানা হুছামুদ্দীন চৌধুরী
প্রকাশিত হয়েছে : ৯ সেপ্টেম্বর ২০১৪, ৪:২৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
আনজুমানে আল ইসলাহর কেন্দ্রীয় সভাপতি, মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা হুছামুদ্দীন চৌধুরী বলেছেন, দলান্ধ না হয়ে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করলেই সংবাদপত্র পাঠকের কাছে গ্রহণযোগ্যতা পায়। আজকের সংবাদপত্র আগামী দিনের ইতিহাস। বর্তমানে ইন্টারনেট ও টেকনোলজির কল্যাণে মানুষ প্রতি মুহূর্তের সংবাদ সাথে সাথেই পেয়ে যাচ্ছে। বিশেষ করে অনলাইনভিত্তিক পত্রিকাগুলো দ্রুততম সময়ে সংবাদ পরিবেশনে এগিয়ে রয়েছে।
৯ সেপ্টেম্বর দুপুরে মঙ্গলবার সাপ্তাহিক পূর্বদিক কার্যালয়ে অনলাইন পূর্বদিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
সাপ্তাহিক পূর্বদিকের সম্পাদক মুজাহিদ আহমদের সভাপতিত্বে ও সহযোগী সম্পাদক সালাহ্ উদ্দিন ইবনে শিহাবের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই অনলাইন পূর্বদিকের সাইট www.purbodeek.com ভিজিট করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাওলনা হুছামুদ্দীন চৌধুরী। পরে মোনাজাতের মাধ্যমে পূর্বদিকের সফল যাত্রা কামনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাপ্তাহিক পূর্বদিকের পরিচালনা পর্ষদের সদস্য, মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ হাফিয আলাউর রহমান টিপু, উপদেষ্টা, জননেতা মাওলানা আজির উদ্দিন পাশা, ব্যবসায়ী জহিরুল ইসলাম, (খতিব) মাওলানা আব্দুল হাই, ডেইলি অবজারভারের মৌলভীবাজার জেলা প্রতিনিধি অশোক দাশ, পূর্বদিকের স্টাফ ও অনলাইন ডেভলাপার কবি নায়েম লিটু, স্টাফ রিপোর্টার মহসীন মুরাদ, ফটো সাংবাদিক মহসিন আহমদ, ছাত্রনেতা মুসলেহ উদ্দিন সাইফুল্লাহ, আব্দুর রাজ্জাক, রুহুল আমীন, পূর্বদিকের শিক্ষানবিশ স্টাফ রায়হান আহমদ, মুন্না আহমদ, তানিমুর রহমান প্রমুখ।