রাজনগরের পাঁচগাঁও ইউনিয়ন শতভাগ স্যানিটেশনের আওতায়
প্রকাশিত হয়েছে : ৮ সেপ্টেম্বর ২০১৪, ৭:৫১ পূর্বাহ্ণ
আব্দুুর রহমান সোহেল, রাজনগর ::
রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন শতভাগ স্যানিটেশনের আওতায় এসেছে। এ ইউনিয়নের সাড়ে ৪ হাজার পরিবারকে দেয়া রিং, স্ল্যাব এবং ৫শ টাকার বিনিময়ে দেয়া স্বাস্থ্য সম্মত টয়লেট বসানো হয়েছে। এতে ব্যয় হবে ৩২ লাখ ৭৪ হাজার ৫শ টাকা। সরকারী সংস্থা পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) অর্থায়নে ও ইউনিয়ন পরিষদের সহায়তায় এটি বাস্তবায়িত হয়েছে।
পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট সূত্রে জান যায়, সরকারের প্রতিষ্ঠান পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসফ) অর্থায়নে ‘সমৃদ্ধি কর্মসূচির’ অধীনে শতভাগ স্যানিটেশনের কাজ দেশের মোট ৪৩টি ইউনিয়নে শুরু হয়েছে। মৌলভীবাজার জেলার মধ্যে শুধুমাত্র রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নে এ কার্যক্রম হয়েছে। এ ইউনিয়নের ৪ হাজার ৫শ ৮৪টি খানা রয়েছে। যার অধিকাংশই দরিদ্রসীমার নিচে। ২ হাজার ৬শ ৫০টি পরিবার দরিদ্রসীমার নিচে হলেও স্যানিটেশনের আওতায় রয়েছে ২ হাজার ১শ ৮৩টি পরিবার। এ ইউনিয়নের ৯ ওয়ার্ডের সদস্যদের সহযোগিতায় হীড বাংলাদেশ নামে এনজিও সংস্থার কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জরিপ চালিয়েছেন। এতে ২ হাজার ১শ ৮৩টি পরিবারকে স্যানিটেশনের আওতায় নয় বলে নির্ধারণ করে ৫টি রিং ১টি স্ল্যাব দেয়া হয়েছে। বাকি ৪শ ৬৭টি পরিবার স্যানিটেশনের আওতায় রয়েছে। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) অর্থায়নে এসব পরিবারকে (খানাকে) বিনামূল্যে ১ হাজার ৫শ টাকা মূল্যের ৫টি রিং ও ১টি স্লাব দেয়া হয়েছে। অপরদিকে যারা অপসেট টয়লেট নিতে চায় তারা অতিরিক্ত ৫শ টাকা দিলেই নির্ধারিত মিস্ত্রীর মাধ্যমে করে দেয়া হচ্ছে অফসেট টয়লেট। এতে ব্যয় হয়েছে ৩২ লাখ ৭৪ হাজার ৫শ টাকা।
ইউনিয়নের সাধারণ মানুষের সাথে আলাপকালে তারা জানান, টিউবওয়েল অপ্রতুল হওয়ায় বিশুদ্ধ পানি পাচ্ছেন না তারা। তাদের দাবি, এর সঙ্গে যদি টিউবওয়েলের ব্যবস্থা করা যায় তাহলে সমৃদ্ধি কার্যক্রমটি সফল হবে।
হীড বাংলাদেশের রাজনগর উপজেলা কো-অর্ডিনেটর নূরে আলম সিদ্দিকী বলেন, এবছরই পাঁচগাঁও ইউনিয়নকে শতভাগ স্যানিটেশনের আওতায় রয়েছে। পিকেএসএফ অর্থায়নে ২ হাজার ১শ ৮৩টি পরিবারকে বিনামূল্যে রিং স্ল্যাব দেওয়া হয়েছে।
পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মিহির কান্তি দাস মঞ্জু বলেন, এ কার্যক্রম শুরু হওয়ায় ইউনিয়নের সাধারণ মানুষ স্যানিটেশন সুবিধা পাচ্ছে বিনামূল্যে। পিকেএসএফের এর মধ্যে দেবীপুর গ্রামকে অফসেট টয়লেটের জন্য মডেল হিসেবে হাতে নেয়া হয়েছে।