সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত
প্রকাশিত হয়েছে : ৬ সেপ্টেম্বর ২০১৪, ৩:২২ অপরাহ্ণ
ফেরদৌস আহমেদ:
৫ সেপ্টেম্বর শুক্রবার সাবেক অর্থমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মরহুম এম সাইফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী পরিবারের সদস্য ও জেলা বিএনপির একাকেংশের উপস্থিতিতে পালিত হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক খালেদা রব্বানী গ্রুপের পক্ষ থেকে একটি স্মরণসভার আয়োজন করা হয়।
এম সাইফুর রহমানের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বাহারমর্দনে মিলাদ মাহফিল, দোয়া ও শিরনী বিতরণ করা হয়। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী এম সাইফুর রহমানের বাহারমর্দানস্থ কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন মরহুমের পুত্র জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমানসহ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত, অ্যাড. মুজিবুর রহমান মুজিব, অ্যাড. জুনেদ আহমদ, সিলেট জেলা বিএনপি নেতা অ্যাড. নূরুল হক, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সদস্য সচিব এম ইদ্রিস আলী প্রমুখ ও পরিবারের সদস্য ও বিএনপির নেতা কর্মীরা। পরে তারা মরহুমের কবর জিয়ারত করেন।
এরপর বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসাসসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলে দলে পুষ্পস্তবক অর্পণ করেন। এ ছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে নেতা কর্মীরা জড়ো হন গ্রাামের বাড়ি বাহারমর্দনে শ্রদ্ধা জানাতে। সাইফুর রহমান মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলার বিভিন্ন ধর্মীয় স্থানে রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়েছে।