বড়লেখায় মন্ত্র বলে সাপ জব্দ
প্রকাশিত হয়েছে : ৪ সেপ্টেম্বর ২০১৪, ৫:০৪ অপরাহ্ণ
বড়লেখা প্রতিনিধি
বড়লেখায় জাপা নেতার বাসা থেকে বিষাক্ত দুটি সাপ আটক করেছে এক সাপুড়ে। ৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে পৌর শহরের হাজীগঞ্জ বাজার সংলগ্ন বাসার একটি কক্ষ থেকে বিষাক্ত একটি মা দুধরাজ ও বিষধর গাজুয়া আলদ জব্দ করা হয়।
জানা গেছে, উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি মখদ্দছ আলীর বাসার একটি পরিত্যক্ত কক্ষে সম্প্রতি কয়েকটি সাপের বাচ্চা দেখতে পেয়ে পরিবারের লোকজন সাপুড়ে ইসমাইল অলীকে খবর দেন। খবর পেয়ে বুধবার দুপুরে ইসমাইল আলী তার দুই ছেলে আব্দুল মজিদ ও আব্দুল বাছিত লাকিকে নিয়ে সাপ ধরতে মন্ত্র বলে অভিযান চালিয়ে সাপ দুটিকে জব্দ করেন।
সাপুড়ে ইসমাইল আলী জানান, বাসার ড্রয়ার থেকে গোখরো প্রজাতির দুধরাজ সাপ ও বাসার কক্ষ থেকে গাজুয়া আলদটি ধরা হয়।
সাপ দুটি আটক করা হলেও এখনো আতঙ্ক কাটেনি পরিবারের সদস্যসহ আশেপাশের লোকদের।