মৌলভীবাজারে ৫ ডাকাত আটক
প্রকাশিত হয়েছে : ৪ সেপ্টেম্বর ২০১৪, ১০:৪৫ পূর্বাহ্ণ
শহর প্রতিনিধি
মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার জগন্নাথপুর থেকে দিকে এদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ডাকাতরা হলেন- মো. নাজমুল হোসেন (২৫), মো. জাহাঙ্গীর মিয়া (২৮), মাহফুজ খান (২৬), শিপন মিয়া (২২), মানিক মিয়া (২৮)। এদের বাড়ি মৌলভীবাজার সদর ও শ্রীমঙ্গল উপজেলায় বলে পুলিশ জানায়।
মৌলভীবাজার মডেল থানার সহকারি পুলিশ সুপার (এসএপি) এস এম সিরাজুল হুদা জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জগন্নাথপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে রামদা, দা ও গ্রিল কাটারসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।